মো: ইব্রাহীম খন্দকার
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: মাদকবিরোধী ব্যাপক গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের জনসাধারণকে সচেতন করে তোলার লক্ষ্যে কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র্যালি প্রদর্শনীর করে দিবসটি উদযাপন করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার চত্বর হতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমের নেতৃত্বে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, উপজেলা আমার বাড়ি আমার খামার অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর, কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার ডিজিএম মো. আকিয়াব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো. নাসির উদ্দিন ভূইয়া, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. কাউছার আলীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।