তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাই স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচন মঙ্গলবার ব্যাপক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান। ৪৪৪জন ভোটারের মধ্যে ৩৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৮৭.১৬% ভোট গ্রহণ হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে জসিম উদ্দিন ২৮০টি, রুহুল আমিন ২৩৭টি, কৃষ্ণ চন্দ্র দাস ২১৫টি, বজলুর রহমান ২০৪টি ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচন ঘিরে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ বিরাজ করে। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে অভিভাবকরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।