স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের আতুরী গ্রামের আহাম্মদ আলী সরকার ওরফে সোহাগ সরকারের মেয়ে নিশিতা আক্তার মেঘলা (২১) গত শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গাজীপুর মেট্রো সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং- ২০৭, তাং- ০৫/০১/২০২০ ইং।
ডায়েরি সূত্রে জানাযায়, মেঘলা তার ফুফু শাহীনুর আক্তার শান্তার সাথে গাজীপুর শহরের জোড় পুকুর (বারেকের টেক) এলাকায় ভাড়া বাসায় অবস্থান করতো। ঘটনার দিনে তার ফুফু তাকে বাসায় রেখে গ্রামের বাড়ি আতুরিতে যায়। সেখান থেকে প্রয়োজনে মেঘলার মোবাইলে রিং করলে, সে ফোন রিসিভ করছিল না। পরবর্তীতে পাশের্^র আরেক ভাড়াটিয়া বশিরের মোবাইলে রিং করে মেঘলার সম্পর্কে জানতে চাইলে তিনি খোঁজ নিয়ে জানান, মেঘলা বাসায় নেই। অতপর মেঘলার ফুফু বাসায় এসে নিশ্চিত হন যে, মেঘলা ঘরে নেই। অনেকবার ফোন করেও তার ফোনে তাকে পাওয়া যায়নি।
মেঘলার ফুফু এ প্রতিবেদককে জানান, পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িতে খবর নিয়ে জানা গেছে মেঘলা গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ আশরাফুল ইসলামের সাথে রয়েছে। কিন্তু কাপাসিয়ার আড়ালিয়ায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, মেঘলাকে প্রেমের জালে ফাঁসিয়ে আশরাফুল অসৎ উদ্দেশ্যে পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।