স্টাফ রিপোর্টার ॥
‘‘শিল্প সবুজে ভরপুর-ঐতিহ্যের গাজীপুর’’ এই স্লোগান নিয়ে গাজীপুরের কৃতি এবং মেধাবী সন্তানদের সংগঠন “গাজীপুর অফিসার্স ফোরাম” এর কৃতিসন্তান সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ জানুয়ারি বিকেলে রাজধানীর ৬৩ ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশনের বিয়াম অডিটোরিয়ামে ফোরামের সভাপতি ড. এম. আসলাম আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকি এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার এমপি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রুমানা আলী এমপি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে গাজীপুরের কৃতিসন্তান হিসেবে সংবর্ধনা স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ফোরামের নেতৃবৃন্দ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন।
অতিথিবৃন্দ বলেন, জনপ্রতিনিধিগণ এবং গাজীপুরের উর্ধ্বতন অফিসারগণ মিলে গাজীপুর জেলাকে আরো উন্নত, সমৃদ্ধ, সুন্দর ও মনোরম হিসেবে গড়ে তুলতে পারে। মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাজীপুর অফিসার্স ফোরামের অফিসের জন্য গাজীপুর শহরে এক বিঘা জমি প্রদান এবং ভবন নির্মাণে সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ছিলো জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এবং গাজীপুরের অফিসারদের মিলন মেলার অংশ হিসেবে ডিনারের আয়োজন।