স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: দৈনিক বাংলাভূমি পত্রিকার উপ-সম্পাদক মোঃ আমিনুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ৩টায় দৈনিক বাংলাভূমি পত্রিকার বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্মরণীর ইকবাল কুটিরে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক করেন।
সাংবাদিক আব্দুল মালেক মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, এ্যাড. আলহাজ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল ইসলামের সহধর্মীনি মোসাঃ মমতাজ বেগম, সাংবাদিক মোঃ বায়েজিদ হোসেন, রোমান শাহ আলম, প্রতাপ কুমার ঘোপ, মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
আলোচনা শেষে দো’য়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মোঃ শরিফুর রহমান।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর সাংবাদিক আমিনুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।