আবু সালেক ভূইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ‘‘রাজনীতি যার যার উন্নয়ন সবার, আমরা উন্নয়নের পক্ষে’’ এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশন জোন-৫ এর উন্নয়ন সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে গাজীপুর মহানগরীর সালনা বাজার চৌরাস্তার মোড় এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাড. মো. জাহাঙ্গীর আলম।
গাজীপুর সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: তানভীর আহমেদের সভাপতিত্বে ও মহানগর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মো: মাজহারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, এস.এম মোকছেদ আলম, মহানগর বিএনপির সহ-সাধারণ সভাপতি নাজিম উদ্দিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদির মন্ডল, মহানগর আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক খালেকুজ্জামান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আক্তার, ১৬নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক হাজী সিদ্দিকুর রহমান সিদ্দিক, ১৯নং ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি বেলায়েত হোসেন (লিটন) প্রমুখ।