বাংলাভূমি ডেস্ক ॥
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক এম আবদুস সোবহানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংগঠনটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।
ধফাবৎঃরংবসবহঃ
গত ২৬ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভিসি আবদুস সোবহানের ‘জয়হিন্দ’ বলে স্লোগান দেয়ার তীব্র নিন্দা জানিয়ে এই বিবৃতি দেয়া হয়।
শফিকুর বলেন, ‘জাতির কাছে ক্ষমা চেয়ে অন্যায় ও অবাঞ্ছিত বক্তব্য প্রত্যাহার এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির ‘জয়হিন্দ’ বলে স্লোগান দেয়ার ঘটনায় আমরা বিস্মিত হয়েছি। আমি তার এ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।’
জামায়াতের মুখপাত্র বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের একটি গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। গুরুত্বের দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই এই বিশ্ববিদ্যালয়টির স্থান। জনগণের অর্থে পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে অধ্যাপক এম আবদুস সোবহান কীভাবে এ ধরনের স্লোগান দিতে পারলেন তা আমাদের বোধগম্য নয়। তিনি এ ধরনের শব্দ উচ্চারণ করতে পারেন না।’