স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর থেকে প্রকাশিত সচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার গাজীপুর প্রতিনিধি এম.এ.ফরিদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
এম.এ.ফরিদ জানান, গত ২০ আগস্ট সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি ফোন করে তাকে গালিগালাজ করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় তার পরিচয় জানতে চাইলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এবিষয়ে সাংবাদিক এম.এ.ফরিদ গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ৮৪৩, তাং- ২১/০৮/২০১৯ইং।
উল্লেখ্য, সাংবাদিক এমএ ফরিদ গাজীপুর প্রেসক্লাবের সদস্য এবং তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব, জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলা শাখা, বাংলাদেশ কবিকন্ঠ, নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখা, বাংলাদেশ বাউলিজম সোসাইটি, বাংলাদেশ জলাভূমি ও পুকুর রক্ষা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক।