স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে কালো ব্যাচ ধারণ, শোক র্যালি, প্রামাণ্য চিত্র প্রদর্শণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শাসসুন্নাহার পিপিএম, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনসহ বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একটি শোক র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গতাজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
অপরদিকে গাজীপুর মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।