আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী। শোকাবহ আগস্টে প্রতি বছরের ন্যায় এবারও কাপাসিয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করা হয়।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. মাজহারুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, তরগাঁও ইউপি চেয়ারম্যান আইবুর রহমান শিকদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোলাইমান সরকার, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ দরজী, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহমদ সেলিম প্রমুখ।
মাসব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে আলোক চিত্র প্রদর্শন, কালোব্যাজ ধারন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন প্রবন্ধ পাঠ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কোরাআন তেলওয়াত ও দোয়া মাহফিল।