বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো বলে আমার বিশ্বাস।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুপরিকল্পিত কর্মসূচির ভিত্তিতে কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্যমাত্রা আমরা আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই পরিস্থিতি মোকাবিলার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো বলে মন্তব্য করেন মেয়র।