প্রেসবিজ্ঞপ্তি ॥
গাজীপুর মহানগর নলজানী এলাকা থেকে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার বিকেলে র্যাব-১ এর একটি আভিযানিক দল ধর্ষণকারীর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো: রফিকুল ইসলাম গাজীপুর মহানগর বাসন নলজানী এলাকার মৃত আহম্মেদ আলীর পুত্র।
জানা যায়, গত ০৫ মাস পূর্ব মো: রফিকুল ইসলাম ভিকটিমকে শারিরীক নির্যাতনসহ দিনের পর দিন একাধিক বার ধর্ষণ করে আসছে এবং ধর্ষণের ভিডিও ও ছবি ধারন করে ভিকটিমের পরিবারসহ তার কর্মস্থালের সিনিয়র অফিসারদের কাছে প্রেরণ করে। উক্ত বিষয়ে ভিকটিম তার পরিবারের অন্যদের কাছে প্রকাশ করতে গেলে ধর্ষণকারী তাকে বিভিন্ন ভাবে ভয়-ভিতি প্রদর্শন করে তার জীবন নাশের হুমকি দিয়ে আসছে।
র্যাব জানায়, ভিকটিম এর পরিবার র্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানীর কোম্পানী কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে, যার নম্বর-৪২ তারিখ ৩০/০৫/১৯ খ্রিঃ। অভিযোগ পাওয়ার পর র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন নেতৃত্বে অভিযান চালিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে ধর্ষণকারী জানায়, উক্ত ঘটনার সাথে জড়িত ভিকটিম সম্পর্কে তার সাবেক স্ত্রী এবং গত ০২ মাস পূর্বে তাদের তালাক সম্পন্ন হয়। এই তালাক আসামী মেনে নিতে না পারায় সে ভিকটিমকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী ভিকটিমকে হত্যা করার হুমকি প্রদান করে এবং গত ২১ মে ২০১৯ তারিখ ভিকটিমকে তার ভাড়া বাসা সালনা হতে আসামী ও তার ৪/৫ জন সহযোগীরা মিলে আসামীর বর্তমান ঠিকানায় তুলে নিয়ে ঘরে তালাবদ্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে। উক্ত ঘটনা কাউকে না বলার জন্য ভিকটিমকে বিভিন্ন ভাবে ভয়-ভিতি প্রদর্শনসহ হত্যা করার হুমকি প্রদান করে।