চীফ রিপোর্টার ॥
ব্যাংককে চিকিৎসাধীন গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য বঙ্গতাজ আজউদ্দিন আহমদের কন্যা সিমিন হোসেন রিমির পায়ে মঙ্গলবার সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। তিনি এখন পোষ্ট অপারেটিভে রয়েছেন। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হয়ে ২টায় তার অপারেশন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার পি আরও পারভেজ আহমেদ। তার আগে গত শনিবার সকালে তিনি পায়ের ও মেরুদন্ডের চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ডাকা ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন স্বামী মোস্তাক হোসেইন, বড়ছেলে রাজীব হোসেন, ছোট ছেলে রাকিব হোসেন।
সিমিন হোসেন রিমি গত শনিবার দিন সকালে তার নির্বাচনী এলাকা কাপাসিয়া আসেন। প্রথমে তিনি তার গ্রামের বাড়ী দরদড়িয়া যান এবং তিনি তার পিতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ যেখানে বসে গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করতেন সেইস্থানে বসে দীর্ঘক্ষণ নেতা কর্মী ও সাধারন মানুষের খুজ খবর নেন। পরে তিনি কাপাসিয়া এসে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন বিকেলে তিনি কাপাসিয়া ত্যাগ করে ঢাকায় যান। রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি লিখেন, প্রায় ৪ বছর আগে আমি একটি গাড়ী দূর্ঘটনায় মেরুন্ডে এবং বাম পা ও মাসেলে আঘাত পাই। বিগত বছরগুলো ঔষুধ এবং অন্যান্য ভাবে চলাচল করা সম্ভব হলেও বর্তমানে অপারেশন করা প্রয়োজন। ডাক্তারের পরামর্শে মে মাসের ২৮ তারিখে ব্যাঙ্ককে আমার বাম পা এবং পেলভিকে অপারেশন হবে। আপনাদের সকলের দোয়া প্রার্থী। তার সুস্থতা কামনায় কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন সকলের কাছে দোয়া চেয়েছেন।