স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদর উপজেলায় ব্যাগভর্তি ২০ কোটি টাকা মূল্যের জাল ডলারসহ এক লাইবেরিয়ান নাগরিককে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, আটক ব্যক্তি ডলার প্রতারণা চক্রের সদস্য।
মঙ্গলবার উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে ওই লাইবেরিয়ান নাগরিককে আটক করে র্যাব। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পোড়াবাড়ি র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর আবদুল্লাহ আল মামুন জানান, ওই ব্যক্তি একজন লাইবেরিয়ার নাগরিক। তিনি ডলার প্রতারণা চক্রের একজন সদস্য। দেশের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে ডলারের বিনিময়ে টাকা হাতিয়ে নেয় ওই চক্র। এরই অংশ হিসেবে মাস্টারবাড়ি এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে ৩৫ কোটি টাকা মূল্যের ডলার দেওয়ার কথা বলেন ওই লাইবেরিয়ান নাগরিক। গতকাল চার হাজার ডলার দিয়েও যান তিনি। আজ মঙ্গলবার বাকি ডলার দেওয়ার জন্য মাস্টারবাড়ি এলাকায় যান তিনি। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই লাইবেরিয়ান নাগরিককে আটক করে র্যাব-১ এর সদস্যরা। এ সময় তাঁর কাছে থাকা ২০ কোটি টাকা মূল্যের জাল ডলার জব্দ করা হয়।