মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত সকলের প্রিয় নেতা সোহেল

আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
লাখ ভক্তদের কাঁদিয়ে বিদায় নেয়া কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক ছাত্রদল মনোনিত ভিপি মোঃ মাহমুদুল হাসান সারোয়ার সোহেল (৪৮) মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে গত সোমবার বিকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি …রাজীউন)। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধিন ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কাপাসিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও সাড়ে ১১ টায় তরগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তাঁকে লতাপাতা গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি এক মেয়ে, স্ত্রী এক ভাই ও দুই বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

জানা যায়, বিএনপি নেতা মাহমুদুল হাসান সারোয়ার সোহেল গত ২ মে রাতে কাপাসিয়া সদর থেকে চাঁদপুর গ্রামে তার শশুরবাড়িতে যাবার পথে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে তার বুকের বাম পাশে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বেশ কয়েকদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইতোমধ্যে একটু সুস্থ্যতাবোধ করলে তাকে ঢাকার বাসায় নেয়া হয়। গত সোমবার বিকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করায় হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামে। পিতা মরহুম আজিম উদ্দিন ও মাতা মরহুম হালিমা খাতুন।

সকাল সাড়ে দশটায় কাপাসিয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের বিশাল জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেনের পরিচালনায় জানাজা নামাজে শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাত ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ অ্যাড. আমানত হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাবেক সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, সাবেক আহবায়ক আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন বেপারী, নাজমূল হোসাইন ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, বিএনপি নেতা আবু হানিফ, কফিল উদ্দিন, আনোয়ার হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আমিনূল হক সাদেক, উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হুমাউন কবির, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, জাতীয় শ্রমিকলীগ নেতা এমএইচ নোমান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তৈইয়ূবুর রহমান প্রমুখ। পরিবারের পক্ষ থেকে মরহুমের বড়ভাই জুয়েল ও ভগ্নিপতি হিরন সবার কাছে দোয়া প্রার্থনা করেন। জানাজা নামাজ পড়ান কাপাসিয়া বাজার কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মারুফ।
মরহুম মাহমুদুল হাসান সারোয়ার সোহেলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৯২-৯৩ সালে কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী ছিলেন। উপজেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি এবং মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র পছন্দ ও ইচ্ছায় উপজেলা বিএনপির সদস্য সচিব হিসাবে মনোনীত হয়েছিলেন। এছাড়া সে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনপ্রিয় এই নেতা ছাত্র রাজনীতি করতে গিয়ে পরিবার ও ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করেননি। জাতীয়তাবাদী দলের রাজনীতি করলেও সে দলমত নির্বিশেষে মানুষের আপদ-বিপদে ঝাঁপিয়ে পড়েছেন। কোন কর্মীদের কখনো সে বিমূখ করেননি। সোমবার ইফতারের পূর্বমূহুর্তে তাঁর মৃত্যুর খবর কাপাসিয়া সদরে পৌঁছলে সকল শ্রেণি পেশার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের সাফাইশ্রী গ্রামের আদালত পাড়ার বাড়িতে মরহুমের লাশবাহী গাড়িটি এসে পৌঁছলে অপেক্ষয়মান আতœীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু মহল ও রাজনৈতিক দলের শত শত নেতা-কর্মী কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তাদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাঁর জানাজা নামাজে দলমত নির্বিশেষে হাজার হাজার নেতা কর্মী শরিক হন।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫