স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আগে থেকেই এলাকার বিভিন্ন স্থানে ঘোষণা দেয়া ছিলো প্রতিবন্ধীদের উপস্থিত হওয়া জন্য। সে মোতাবেক সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে আসতে থাকে গরীব প্রতিবন্ধীরা। এদের মধ্যে কারও হাত নেই, পা নেই কেউ জন্মান্ধ। আবার অনেকেই দুর্ঘটনায় হারিয়েছেন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। সমাজে নানাভাবে তারা অবহেলিত। এসব মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা জন্য সমবেত করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো: ফারুক হোসেন। নিজ উদ্যোগে এবং অর্থায়নে সমাজে এসব অবহেলিত মানুষের পাশে দারান। উপস্থিত প্রতিন্ধীরাও তাকে খুব আপনভেবে থাকেন। কারণ সবসময়ই চেয়ারম্যান ফারুক বিভিন্ন উৎসবে এদের সাথে মিলিত হন। তেমনই ভাবে ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় তিনশতাধিক প্রতিবন্ধীকে সমবেত করেন। তাদের মাঝে বিতরণ করেন নগদ অর্থসহ ঈদ সামগ্রী। প্রতিবন্ধীরাও সামগ্রী হাতে পেয়ে ছল ছল চোখে দু’হাত তুলে দোয়া করেন।
উপস্থিত এক শারীরিক প্রতিবন্ধী বলেন, ফারুক হোসেন জনগনের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়া আগে থেকেই তিনি সমাজের অবহেলিত প্রতিবন্ধীদের সহযোগিতা করে থাকেন। আমরা বিভিন্ন উৎসবে তার অপেক্ষায় থাকি। তিনি আমাদের গার্ডিয়ান। আল্লাহ তাকে আরো বড় করুক।
ঈদ সামগ্রী বিতরণের আগে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফারুক হোসেন সভাপতিত্বে প্রতিবন্ধীদের ঈদ সমগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো: আকরাম হোসেন বাদশা। রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আ: কাদির ভূইয়ার সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান চানু, ২নং ওয়ার্ড সদস্য মো: শহিদুল্লাহ, ৭নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী, ৪নং ওয়ার্ড সদস্য মো: নাহিদ সরকার, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মজনুন হক, মো: জহিরুল ইসলাম সিরাজী, রাজাবাড়ী ইউনিয়ন আয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, রাজাবাড়ী ইউয়িন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিজানুর রহমান সিনহা, ছাত্রলীগ নেতা সিফাত উল্লাহ সরকার প্রমুখ।