ইদলিবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে আসাদ সরকার: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক ॥
সিরিয়ার ইদলিবপ্রদেশে বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে বলে মঙ্গলবার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির উত্তরাঞ্চলীয় ওই প্রদেশটিতে গত রোববার ক্লোরিন গ্যাসসহ নিষিদ্ধঘোষিত ওই রাসায়নিক অস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে। খবর ডেইলি সাবাহর।

রাসায়নিক হামলার ঘটনা প্রমাণিত হলে মার্কিন সামরিক জোট খুব শিগগির এর সমুচিত জবাব দেবে বলে সিরিয়াকে হুশিয়ার করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান অর্টাগাস এক বিবৃতিতে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি সিরিয়ার সরকার নতুন করে ১৯ মে সকালে দেশটির উত্তরাঞ্চলে সরকারবিরোধীদের ওপর ক্লোরিনসহ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।

ইদলিবে নিরীহ জনগণের ওপর হামলা করে বাশার আল আসাদ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছেন বলেও তিনি দাবি করেন।

এর আগে বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে ২০১৭ ও ২০১৮ সালে সিরিয়ার সেনাঘাঁটিতে বোমা হামলা চালায় মার্কিন বাহিনী।
প্রসঙ্গত সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বাস্তুচ্যুত হওয়া বেসামরিক নাগরিক ও বিদ্রোহীরা ইদলিবে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া শক্তিশালী সশস্ত্র বাহিনীর সদস্যরাও অবস্থান করছে প্রদেশটিতে। এই মাসে সেখানে তীব্র বিমান ও কামান হামলা চালিয়েছে বাশার আল আসাদ সরকার।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫