স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক ট্রাক চালক নিহত হয়েছে। নিহত জাবেদ মিয়া (২৫) নরসিংদী সদর থানার বামেরবাউল এলাকার আব্দুল কুদ্দুছ মিয়ার পুত্র। তিনি পরিবারসহ কোনাবাড়ী পারিজাত এলাকায় বাসা ভাড়া থেকে ট্রাক চালাতেন। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পিএসআই মো: হেলাল উদ্দিন জানান, সকালে ট্রাক নিয়ে কোনাবাড়ী বিসিক এলাকায় ঝুট আনতে যায় জাবেদ মিয়া। এক পর্যায়ে বিসিকের সড়কের পাশে ট্রাক থামিয়ে ট্রাকের উপর থেকে চট নামাতে যায়। এ সময় উপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জাবেদ মিয়া মারা যায়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জাবেদ মিয়া ট্রাক কিনে নিজের সেই ট্রাক চালাতেন।