কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় ‘তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ’ সভা ও কর্মশালা সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা’র সভাপতিত্বে জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ সিরাজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ অ্যাড. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাকি বিল্লাহ প্রমুখ।
এর আগে সকালে ‘তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক এক কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিব, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক লোকজন অংশ গ্রহন করেন। কর্মশালা ও জন অবহিতকরণ সভায় সাধারণ মানুষের তথ্য জানার অধিকার, পদ্ধতি ও করণীয় সম্পর্কে বিশদ আলোচনা হয়।