কালীগঞ্জ ব্যুরো ॥
কালীগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের নারী নির্যাতন, বাল্যবিয়ে বন্ধ ও শিশু শ্রম রোধে নারী ও শিশুদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তুমলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ ভাদার্ত্তীর স্থানীয় মেম্বারের বাড়িতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী ও শিশুদের নিয়ে সচেতনতামূলক এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. জালালউদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার মো. মাহফুজুর রহমান।
এ সময় জেলা তথ্য অফিসার মো. জালালউদ্দিন উপস্থিত নারী ও শিশুদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। নারীরা যাতে আত্মনির্ভরশীল হতে পারে সেই জন্য সরকার বিনা খরচে নারীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সেই সব প্রশিক্ষণ নিতে নারীদের যাতায়াতের ভাড়াও সরকার প্রদান করে যাচ্ছেন। বাল্যবিয়ে রোধকল্পে সরকার নারীদের শিক্ষা ব্যবস্থা প্রসারিত করেছে। বাল্যবিয়ে বন্ধ করতে অভিভাবকসহ সবায়কে সচেতন হওয়ার জন্য বিভিন্ন সভা-সেমিনার করে যাচ্ছেন সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা। শিশুদের দিয়ে কোন কাজ নয়, তাদের লেখাপড়ার সুব্যবস্থা করেছে সরকার। সেই জন্য মা-বাবাদের নিজ সন্তানদের প্রতি যতœবান হতে হবে। আজকের শিশু আগামী দিন দেশ পরিচালনায় কাজ করবে। সেই জন্য তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের প্রতি তথ্য অফিসার আহবান জানান।