ময়মনসিংহ প্রতিনিধি ॥
ময়মনসিংহ: ভালুকা পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকা থেকে গত বুধবার শীর্ষ সন্ত্রাসী সুমন খাঁ কে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সুমন খাঁ ভালুকা পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার মো: আব্দুল করিমের পুত্র।
এলাকাবাসীর তথ্যমতে, সুমন খাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সুমন খাঁর বড় ভাই রিপন খাঁর নামেও ভালুকা থানায় একাধিক মামলা রয়েছে।
সুমন ও রিপন দুইজনই ভালুকা থানা মামলা নং ৭৩/২৩১ ও রিপন ৭২/২৩০ নং মামলার আসামী। উক্ত দুটি মামলায় পাড়াগাঁও গ্রামের সহোদরা দুই ভাই রিয়াজ উদ্দীন ও তাইজ উদ্দীন বাদী হয়ে মামলা করে।
বিগত ২৩/০৫/১৮ ইং তারিখ জামিরদিয়া গ্রামের নায়েব আলী মন্ডলের পুত্র মহিষ ব্যবসায়ী মোস্তফা (৪২) ভালুকা থানায় সুমন ও রিপন খাঁর নামে মামলা নং ৬১/৫০৫ দায়ের করে।
বিগত ২৫/০৯/১৮ ইং তারিখ ভালুকা মডেল থানা পুলিশ আমিনুল ইসলাম অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ সুমন খাঁ কে আটক করে, মামলা (নং ৭১/৫১৫) দায়ের করে।
এছাড়াও আসামী সুমন খাঁ কে শ্রীপুর থানা পুলিশ একবার অস্ত্র সহ আটক করে এবং পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
বহুল আলোচিত শাহ আলম (৪০) হত্যা মামলারও আসামী এরা। এদের যন্ত্রণায় এলাকার সাধারণ জন মানুষ অতিষ্ঠ।