তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ার দস্যুনারায়নপুরে ছিদ্দিক মেম্বারের বাড়ি সংলগ্ন রাস্তার প্রায় ১৫০মিটার রাস্তা একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই রাস্তাটি দিয়ে দস্যুনারায়নপুর ও বড়টেকের গ্রামবাসি ও বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চলাচল করে।
ছাত্র-ছাত্রীরা জানায়, রাস্তার পাশের জমি উঁচু করে ফেলায় ২-৩ বছর ধরেই রাস্তায় পানি জমে থাকে। এখানে এসে আমাদের সবাই জুতা হাতে নিয়ে স্কুলে যেতে হয়। মাঝে মধ্যে এখানে ছাত্র-ছাত্রীরা পা পিচলে পড়েও যায়। এই অল্প রাস্তাটুকু উচু করলে আমাদের ভাল হয়।
স্থানীয় দোকানদার মনির জানান, দু’পার্শ্বের জমি উচু করায় রাস্তায় পানি জমে যায়। আমরা এই রাস্তাটি উঁচু করার জন্য স্থানিয় ইউনিয়ন পরিষদ মেম্বার, মহিলা মেম্বার ও চেয়ারম্যানকেও জানানো হয়েছে। তারা পরিদর্শন করে গেলেও কোন কাজ হয়নি। আমরা স্থানীয় মেম্বারকে জানিয়েছি যে আমরা রাস্তা উঁচু করার মাটি বালি দিব, আপনারা শুধু শ্রমিক দিয়ে ইটের সলিং উঠিয়ে আবার বসিয়ে দিন। আমরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা নিরসনের সহযোগীতা চাই।