বাংলাভূমি ডেস্ক ॥
মাইক্রোইকোনমিক পলিসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর পার্লামেন্টেরিয়ানে যোগ দিতে দিল্লি গেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার সকাল ৭টায় ভারতের দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এ ওয়ার্কশপে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এমপি, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী এমপি, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং আহসানুল ইসলাম (টিটু) এমপি অংশ নিচ্ছেন।
আইএমএফ পার্লামেন্টারি ওয়ার্কশপ শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ মার্চ দেশে ফিরবেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।