আন্তর্জাতিক ডেস্ক ॥
নিহত সাংবাদিক জামাল খাশোগির মরদেহ কোথায় রয়েছে তা জানে না সৌদি আরবের কর্তৃপক্ষ। যদিও তাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটক করেছে দেশটি।-খবর এএফপির
গত বছরের ২ অক্টোবরে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে গেলে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের এই প্রদায়ক।
হত্যার পর তার শরীর কেটে টুকরো টুকরো করে সৌদি আততায়ীরা। কিন্তু এখন পর্যন্ত তার মরদেহের খোঁজ পাওয়া যায়নি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, কর্মকর্তারা তাদের কর্তৃত্বের বাইরে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
কিন্তু খাশোগির মরদেহ কোথায় রয়েছে, সিবিএস নিউজের ফেস দ্য নেশনের সাক্ষাতকারে তাকে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলেন, আমরা তা জানি না।
তিনি বলেন, মামলার দায়ভার সরকারি কৌঁসুলির। তিনি তুরস্কের কাছে সাক্ষ্যপ্রমাণ চেয়েও সাড়া পাননি।
খাশোগির মরদেহ কোথায়, আটকদের কাছে তা জিজ্ঞাসা করা হয়েছে কিনা-প্রশ্নে তিনি বলেন, আমরা এখনো তদন্ত করছি।
‘আমরা বেশ কিছু আশঙ্কা করছি। খাশোগির মরদেহ দিয়ে কী করা হয়েছে, সেই প্রশ্ন আমরা তাদের করছি। এখনো এ ঘটনার তদন্ত চলছে। আমি মনে করি, আমরা সত্য বের করে নিয়ে আসতে পারবো।’