স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের বাউপাড়া এলাকায় শুক্রবার বিকেলে তালাবদ্ধ ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম সোহেল (২৮)। তিনি গাজীপুর মহানগরীর ভূরুলিয়া এলাকার রতন মিয়ার পুত্র। স্ত্রী ও সন্তান নিয়ে বাউপাড়া এলাকায় বসবাস করতেন সোহেল। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী জাহাঙ্গীর আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী বাড়িতে ছিলেন না। শুক্রবার বিকেলে তিনি বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে তালা লাগানো এবং চাবি ঘরের ভিতরে পড়ে থাকতে দেখেন। পরে তালা খুলে স্বামী সোহেলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সমীর চন্দ্র আরো জানান, আটক জাহাঙ্গীরের সাথে নিহতের স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে। এরই জেরে রাতে সোহেলকে নেশাজাতীয় কোনো কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের গলায় কালচে দাগ রয়েছে।