আমরা কি ঘরে বসে ডুগডুগি বাজাবো?

বাংলাভূমি ডেস্ক ॥

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, যারা দেশ দখল করে, ঢাকা দখল করে অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের অচল করে দেবো। আপনারা প্রস্তুত থাকেন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর আরামবাগ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা আজ হুমকি-ধামকি দিচ্ছে দেশ অচল, ঢাকা অচল করে দেবে। আপনারা কী করবেন? আমরা কি ঘরে বসে ডুগডুগি বাজাবো? যুবলীগ নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। ষড়যন্ত্র চলছে, জনগণের সাড়া না পেয়ে তারা ষড়যন্ত্র করছে। দেশ অচল করার হুমকি দিচ্ছে। যারা দেশ অচল করতে চায়, ঢাকা অচল করতে চায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের অচল করে দেবো। ঠিক আছে? আপনারা প্রস্তুত আছেন? আমরা পাড়া-মহল্লায় ঘরে ঘরে জনগণের কাছে গিয়ে সাম্প্রদায়িক অশুভ শক্তি সম্পর্কে সচেতন করবো। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক শক্তিকে বিজয়ী করবো। এটাই শেখ হাসিনার জন্মদিনে আমাদের শপথ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি ও তাদের সাম্প্রদায়িক দোসরদের মূল টার্গেট আওয়ামী লীগ নয়, তাদের টার্গেট শেখ হাসিনা। তারা শেখ হাসিনাকে হটাতে চায়। তারা ২১ আগস্ট ব্যর্থ হয়েছে, এখনও ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে শেষ করে দিতে পারলে তাদের স্বপ্ন পূরণ হবে। তাদের মনে রাখতে হবে ১৯৭৫ এর ১৫ আগস্ট, ২০০৪ সালের ২১ আগস্ট আর ২০১৮ এক নয়। তারা যেনো এটা ভুলে না যায়। শেখ হাসিনার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে। সেই আগুন সব ষড়যন্ত্র পুড়িয়ে দেবে। আপনারা কি সবাই একমত, প্রস্তুত আছেন?

এসময় হাত তুলে সাড়া দিতে বললে উপস্থিত যুবলীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে হাত তুলে সাড়া দেন।

অনুষ্ঠানে শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালনের প্রস্তাব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এই প্রস্তাব সমর্থন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি আওয়ামী লীগের পরবর্তী কার্যনির্বাহী সংসদের সভায় এই প্রস্তাব দেওয়ার আশ্বাস দেন।

ওবায়দুল কাদের তার বক্তব্যে এ প্রসঙ্গে বলেন, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আশ্বাস দিচ্ছি, আগামী বছর শেখ হাসিনার জন্মদিন ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে উদযাপন হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫