আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ এই মূহুর্তে রাজনীতি নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দেশের মানুষের জন্য কাজ করে যাব এটাই আমার প্রত্যাশা। কাপাসিয়ার মাটি বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের পবিত্র জন্মভূমি। এখান থেকে গত দুই নির্বাচনে নির্বাচিত হয়েছেন তার সুযোগ্য কন্যা সিমিন হোসেন রিমি। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বড় বোন সিমিন হোসেন রিমির জন্য কাজ করতে আহবান জানান।
তিনি আজ সোমবার কাপাসিয়ার নিজ বাড়ি সংলগ্ন দরদরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় নেতা-কর্মীদের এসব কথা বলেন। সোহেল তাজ বিকেলে বড় বোন সিমিন হোসেন রিমি এমপির সাথে নিজ বাড়ি কাপাসিয়ার দরদরিয়া গ্রামে আসেন। নির্ধারিত কোন সভা-সমাবেশ না থাকলেও তার আসার খবর পেয়ে শত শত মানুষ বাড়িতে ভীর জমায়। এতে দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে জনসভায় পরিনত হয়।
পরে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিতে সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুবলীগ সভাপতি মাহবুব উদ্দীন আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্রধান, জেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন শাওন, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা রুহিতা, সেচ্ছাসেবকলীগ সভাপতি মজিবুর রহমান, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমূখ।
সোহেল তাজ আরো বলেন, দেশ, জাতি ও সমাজের জন্য কাজ করতে হলে সরকারে থাকতে হবে এটা আমি বিশ্বাস করি না। কাপাসিয়া আমার দাদা ও পিতার জন্মভূমি। এ এলাকার জন্য সব সময়ই আমার চিন্তা আছে। আমাদের পরিবার কাপাসিয়ার মানুষের জন্য সব সময়ই কাজ করেছে। যুব সমাজকে মাদক মুক্ত করতে আমার একটি বিশেষ পরিকল্পনা আছে। এ নিয়ে আমি খুব শীঘ্রই কাজ শুরু করেছি খুব দ্রুত আপনাদের একটি সুসংবাদ দিব।