বাইজিদ আহম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকি, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কার্তিক গুহ, সাধারণ সম্পাদক অসিত চন্দ্র দাস, পলাশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা প্রমুখ। পলাশ উপজেলায় এ বছর ৪২টি দুর্গা পূজা মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে। এজন্য সকল পূজা মন্ডব গুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।