এম. আব্দুল লতিফ সিদ্দিকী
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটির ছয়দানা এলাকার খোকন কমপ্লেক্সে এডিশন পাওয়ার বাংলাদেশ লিঃ নামক প্রতিষ্ঠানে জেনারেটর গোডাউনজাত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, আজ শনিবার সকাল পৌনে ১১টায় মহানগরের গাছা থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছয়দানা উক্ত প্রতিষ্ঠানে জেনারেটর গোডাউনজাত করার সময় ৫/৬ জন শ্রমিক কাজ করছিল। উক্ত ভবন ঘেঁষে তিনটি মোটা লোহার পাইপ দিয়ে ৩০/৩৫ ফুট উচু গাছ তৈরি করে। তাতে চেইন কপার ও কপিকল সংযুক্ত করা হয়। ত্রিভূজ আকৃতির কৃত্রিম গাছটির দেড় থেকে দুই ফুট উপর দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন রয়েছে। অসাবধানতাবশত লোহার পাইপে বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায়। এ সময় পাঁচ শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। গুরুতর আহত সাইফুল ইসলাম (২০) নামে শ্রমিক ঘটনাস্থলে মারা যায়।
আহত শ্রমিকরা হলেন আওলাদ হোসেন (৩৮), আলাউ্িদ্দন (৩০), মোছলেম উদ্দিন (৩৫)কে প্রথমে নিকটস্থ তায়রুনন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে প্রেরণ করা হয়েছে।
তায়রুনন্নেছা মেডিকেল কলেজের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ বর্মন বলেন, নিহত সাইফুল ইসলাম হাসাপাতালে আনার পূর্বেই মারা যায়। আহত অপর এক শ্রমিকের হদিস পাওয়া যায়নি। এ ঘটনার পর প্রতিষ্ঠানের মালিক পক্ষের লোক খুঁজে পাওয়া যায়নি।
এডিশন পাওয়ার বাংলাদেশ লিঃ এর সিকিউরিটি ইনচার্জ রুহুল আমিন জানান, ঢাকা তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে মোল্লা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে উক্ত শ্রমিকরা মালামাল লোড-আনলোডের কাজ করতো।