মোঃ জাকারিয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবদল কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংস হিসেবে স্বেচ্ছাসেবকদল দল গাজীপুর জেলার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জয়দেবপুর বাজার থেকে এই মিছিল দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদল এর সভাপতি হাসিবুর রহমান খান মুন্না, সাধারণ সম্পাদক নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি মাসুদল করিম মোনায়েম, সাংগঠনিক সম্পাদক খন্দকার আপেল মাহমুদ সহ -সভাপতি শিপলু বকশি, জাকির হোসেন, মাহমুদুল হাসান নয়ন যুগ্ন-সম্পাদক খোকন মৃর্ধা ও টিপু, জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন উপজেলা পৌরসভার নেতৃবৃন্ধ।