স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় আগুনে পুড়েছে তুলার গুদাম ও ফার্নিচারের দোকান। মঙ্গলবার ভোররাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ভোর সাড়ে ৩টার দিকে সালনা এলাকার মহিউদ্দিনের তুলার গুদাম এবং রিয়াজুলের ফার্নিচারের দোকানে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামের তলা ও ফার্নিচারের দোকানের আসবাবপত্র পুড়ে গেছে।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।