আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ঢাকা যাত্রাবাড়ী ধোলাইপাড় থেকে অপহরণের ১১ দিন পর কালীগঞ্জ থেকে শাহাদাত হোসেন সোহাগ (৩২) নামের এক পরিবহন ব্যবসায়ীকে গত সোমবার রাতে উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ। সে পটুয়াখালী জেলার খলিশা খালি গ্রামের মজিবুর রহমানের পুত্র। অপহরণের সঙ্গে জড়িত থাকায় মানিক (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে পার্শবর্তী কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র।
আজ মঙ্গলবার সকালে আসামী ও ভিকটিম দুজনকেই গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
অপহৃতার স্ত্রী সেলিনা আক্তার জানায়, আমার স্বামী গত ৭ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় গাড়ীর মালামাল ক্রয় করতে যায় সে শনিবার দিন জানায় আমি আমার বড়ভাই নিজাম ভাইয়ের বাসায় আছি। বড়ভাই নিজামের বাসা থেকে বিকেলে মালামাল কিনতে বের হয় সে তারপর আমার স্বামীর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না গতকাল সোমবার আমার স্বামীর মোবাইল নাম্বার থেকে আমাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে এবং টাকা নিয়ে যেতে বলেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপহরণকারীরা পাঁচলক্ষ টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে অপহরণকারীরা টাকা নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর আসতে বলে। তখন আমি কাপাসিয়া থানায় এসে আমার স্বামীর অপহরণের বিষয়টি জানালে কাপাসিয়া থানা পুলিশ পার্শবর্তী কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামের মৃত আব্দুস সামাদের বাড়ি থেকে আমার স্বামীকে উদ্ধার করে।
এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবুবকর সিদ্দিক জানায়, অপহৃতার স্ত্রী থানায় এসে ঘটনাটি জানালে, তাৎক্ষনিক পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জান খানের নেতৃত্বে, এস আই মনির হোসেনসহ ৫ জন পুলিশ সদস্যের একটি দল পাঠালে ভিকটিমকে উদ্ধার এবং একজন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে কাপাসিয়া থানায় অপহৃতার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ৭ জন নামীয় ও ২ জন অজ্ঞাতদের আসামী করে একটি অপহরণ মামলা করেছেন।