আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন সুপ্রিমকোর্টের বিচারপতিপ্রার্থী ব্রেট কাভানাফের বিরুদ্ধে যৌন হয়রানির ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় কাভানাফ ও তার বিরুদ্ধে অভিযোগকারী নারী ক্রিস্টিন ব্লাসে ফোর্ডকে আগামী সোমবার জবানবন্দি দিতে ডেকেছে দেশটির সিনেট। সিনেট বিচার কমিটি চেয়ারম্যান চাক গ্রাসলে বলেন, সোমবার অভিযুক্ত ও অভিযোগকারী দু’জনকেই কমিটিতে এসে তাদের জবানবন্দি দিতে হবে।
এর আগে, সোমবার কাভানাফের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে আসে। ক্যালিফোর্নিয়ার মনোবিদ ক্রিস্টিন ব্লেসি ফোর্ড মনোনীত বিচারপতি ব্রেট কাভানাফের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ফোর্ড বলেন, কৈশোরে কাভানাফ ব্লাসে ফোর্ডকে যৌন হয়রানি করে। যখন তারা দু’জনেই সাবারবান মেরিল্যান্ডে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তখন কাভানাফ মদ্যপ অবস্থায় কাভানফ তার শ্লীলতাহানির চেষ্টা করে।
কাভানাফ এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিষয়টি নিয়ে সাড়া পড়ে মার্কিন বিচার বিভাগীয় কমিটিতে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কাভানফের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, পুরো বিষয়টি অত্যন্ত হাস্যকর। তিনি বলেন, ‘বিচারপতি কাভানাফ আমার দেখা অন্যতম চমৎকার মানুষ। তার অতীত ইতিহাসে তিল পরিমাণ দোষও নেই। আমি মনে করি, তিনি ঠিক পথেই আছেন।’ রয়টার্স