আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের কাছাকাছি এলাকায় সিরিজ গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৯টি বাড়িতে আগুন লেগেছে। এসময় লিওনেল রবসোন (১৮) নামে একজন নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আরও বেশি বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
স্থানীয় গ্যাস ও বিদ্যুৎ সরবারাহকারী কোম্পানিগুলো ওই এলাকার সব সংযোগ বন্ধ করে দিয়েছে।
পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, কলম্বিয়ার গ্যাস লাইনের চাপের কারণে আগুন লেগেছে। তবে তারা এ ব্যাপারে নিশ্চিত নয়।
পুলিশ বলছে, গ্যাস সংযোগ প্রদানকারী কোম্পানিগুলো গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে। তবে তাদের কিছুটা সময় লাগবে।
কারো বাড়িতে গ্যাসের গন্ধ পেলে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে যেতে স্থানীয় পুলিশ সতর্ক করেছে।
স্থানীয় একটি স্কুলে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তাদের সেখানে আশ্রয় নিতে বলা হয়েছে।