স্টাফ রিপোর্টার ॥
নির্বাচনকে সামনে রেখে অন্তবর্তীকালীন সরকারের সময় ব্যবসায়ীদের সর্বোচ্চ সুবিধা ও নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, দেশের ব্যবসায়ীরা যেভাবে উন্নয়ন করছে এতে করে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ শিল্পোন্নত দেশে পরিণত হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে শিল্প খাতে অবদানের জন্য ৫৬ ব্যবসায়ীকে সিআইপি কার্ড হস্তান্তর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
এসময় পদাধিকার বলে ৮ জন বৃহৎ শিল্পে ( উৎপাদন) ২০ জন। বৃহৎ শিল্পে (সেবা) ৫ জন। মাঝারি শিল্পে (উৎপাদন) ১২ জন। মাঝারি শিল্পে (সেবা) ৩ জন।ক্ষুদ্র শিল্পে ( উৎপাদন) ৫ জন। ক্ষুদ্র শিল্পে (সেবা) ১ জন। মাইক্রো শিল্পে একজন ও কুটির শিল্পে একজন ব্যবসায়ী সিআিইসি কার্ড পান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বিজিএমই সভাপতি মো. সিদ্দিকুর ও বিকেএমই এর সভাপতি সেলিম উসমান।