বাংলাভূমি ডেস্ক ॥
সম্প্রতি সৌদি আরবের বর্ডার এলাকায় বাংলাদেশি নারী গৃহ শ্রমিক নির্যাতনের ঘটনা উল্লেখ করে এক মানববন্ধন থেকে বক্তারা বলেছেন, নির্যাতিত ৩ জনের অবস্থা এখন গুরুতর। নারী শ্রমিকেরা ভয়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে। অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার ওই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন থেকে সৌদিতে পুলিশ ও বাসার মালিকের দ্বারা নির্যাতিত নারী গৃহকর্মীদের বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
ভুক্তভোগীদের পরিবার বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও সদুত্তর মেলেনি। দ্রুত নির্যাতিত নারীদের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানান।
মানববন্ধন থেকে ১২ জন নির্যাতিত নারী গৃহ শ্রমিকের নাম, পাসপোর্ট নাম্বারসহ বিস্তারিত তুলে ধরা হয়।