আবু বকর সিদ্দিক
শ্রীপুর ব্যুরো ॥
গাজীপুর: বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটারে একাউন্ট নেই এমন লোকের সংখ্যা খুবই কম। যারা অল্প শিক্ষিত কিংবা বয়স্ক লোক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ শিক্ষার্থী সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে একাউন্ট রয়েছে। যে সকল লোক মোবাইল চালনায় কম পারদর্শী তারা তাদের অনুসারীদের দিয়ে একাউন্ট পরিচালনা করে দৈনন্দিন কার্যক্রমের সরব উপস্থিতি ভক্ত অনুসারীদের মাঝে জানান দিয়ে থাকেন। সে জন্য দিনকে দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক ভাবে বেড়ে চলছে। তাছাড়া বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারণা মিডিয়া তাদের দলীয় কার্যক্রম গুলো সঠিকভাবে তুলে ধরছে না। তাই তারা প্রায় সময় ফেসবুকে সরব থাকে। আর এই সুযোগে হ্যাকারগ্রুপ বিভিন্ন ব্যক্তির আইডি হ্যাক করিয়া; বিভিন্ন রকম অসত্য স্ট্যাটাস প্রদান করে ব্যবহারকারীর মান-মর্যাদা ক্ষুন্ন করছে। এমনকি মিথ্যা তথ্য প্রদানের জের ধরে প্রতিপক্ষের সাথে বিরোধ সৃষ্টি হচ্ছে।
গত কয়েক দিনে শ্রীপুরে বেশ কিছু আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তন্মধ্যে ছাত্রনেতা সুমন মাহমুদ, স্বেচ্ছাসেবক নেতা আবু নাসির জোবায়ের সরকার, যুবদল নেতা রফিক হোসেন আকনসহ বেশ কজন রাজনৈতিক নেতার আইডি হ্যাকের ঘটনা ঘটেছে।
গত ৯ সেপ্টেম্বর রবিবার এ এম স্বপন মাহমুদ নামে একজন শ্রমিক নেতার আইডি হ্যাক হয়েছে মর্মে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। স্বপন মাহমুদ জানান আমার আইডি হ্যাক করিয়া বিভিন্ন আজেবাজে কথাবার্তা লিখে পোস্ট দিচ্ছে এতে আমার নেতিবাচক প্রভাব পড়ছে। সন্দেহজনক ০১৯১০৬৩০৯৫৩ নাম্বারের বিরুদ্ধে শ্রীপুর থানার সোমবার (১০ সেপ্টেম্বর) একটি সাধারণ ডায়েরি (নং- ৪৮০) করা হয়ে।