স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে বাস চাপায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন (২৫) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জাঙকিপুরের আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় একটি কেমিক্যাল কারখানায় চাকরি করতেন।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ বলেন, সকাল ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস স্বপনকে চাপা দেয়।
“গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
সালেহ উদ্দিন বলেন, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটকে ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ডোম বাবুল বলেন, ময়নাতদন্তের পর স্বজনরা শনিবার দুপুরে মর্গ থেকে নিয়ে স্বপনের লাশ নিয়ে গেছে।