বাংলাভূমি ডেস্ক ॥
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই শিশু সন্তানের গলাকাটা লাশ ও মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে মাধবপুর থানার ওসি চন্দন কুমার জানান।
নিহতরা হলেন নিজনগর গ্রামের ব্যবসায়ী মুজিবুর রহমানের স্ত্রী হাদিসা বেগম, তাদের মেয়ে মীম (২) ও ছেলে ৭ মাস বয়সী মুজাহিদুল ইসলাম।
ওসি বলেন, প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১০টায় মাধবপুর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
“হাদিসা বেগম তার দুই সন্তানকে জবাই করে হত্যার পর নিজে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান ওসি।