বিনোদন ডেস্ক ॥
বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ড ঘটিয়েই অতীতে আলোচনায় এসেছেন কিম কার্দাশিয়ান। পত্রিকার সংবাদে পরিণত হওয়াটা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। আর তাইতো ইচ্ছে করেই এমনসব কাণ্ড ঘটান যেন সব সময় শিরোনামে থাকতে পারেন। সম্প্রতি তেমনটিই করেছেন কিম। সম্প্রতি রাতে শোবার সময় বিছানার একটি নগ্ন ছবি পোস্ট করেছেন নিজের ইন্সটাগ্রামে। ছবিতে দেখা গেছে শরীরের নিচের পুরো অংশ নগ্ন কিমের।
উপরে কেবল একটি পাতলা কাপড় পড়েছিলেন। এরকমভাবে নগ্ন হয়েই প্রতিদিন সবার ঘুমানো উচিত বলেও সেই ছবির সঙ্গে ক্যাপশন জুড়েছেন তিনি। আর ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। অনেকেই বলেছেন আলোচনায় আসার জন্য ফের এমনটা করলেন তিনি। আবার অনেকে বলেছেন এ আর এমনকি। মাঝেমধ্যেইতে এমন নগ্ন ছবি প্রকাশ করেন কিম। আবার অনেকে কিমের প্রশংসাও করেছেন। তবে আলোচনা কিংবা সমালোচনায় পাত্তা দেবার মানুষ নন কিম। তিনি এসব বক্তব্যের বিপরীতে কোন কথাই বলেননি।