স্টাফ রিপোর্টার ॥
ঢাকা আরিচা মহা সড়ক সাভারে শনিবার সকাল থেকে সড়ক অবরোধ বিক্ষোভ করছে যাত্রিরা। ফলে তীব্র যানজট ও গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
যাত্রিরা অভিযোগ করে বলেন, সকালে ঢাকা গিয়ে আমাদের অফিস করতে হয় কিন্তু কোন গাড়ি ঢাকার ভিতরে ঢুকছে না, দুএকটি গেলেও তারা আমাদের কে নিচ্ছে না, একারণে আমরা অবরোধ করেছি আজকে কোন গাড়ি ঢাকা ঢুকতে দিবনা, আমরা সবাই কর্মজীবী সময় মত অফিসে যেতে না পারলে বেতন কেটে দেয়। আমরা এ থেকে পরিত্রাণ চাই।
এক ছাত্র অভিযোগ করে বলেন, সকাল ১০ টায় আমার পরীক্ষা কিন্তু কোন গাড়ি যেতে দেওয়া হচ্ছে না,সকাল ৭ থেকে এখানে অপেক্ষা করছি, এসময় শত শত কর্মজীবী রাস্তা বিক্ষোভ করে,এ বিষয় সাভার মডেল থানার এসআই অখিল বলেন, এখানে সকাল থেকে ছাত্ররা সড়ক অবরোধ করছে, তাই কর্মজীবীরা ঢাকা যেতে না পেরে তারাও আন্দোলনে যোগ দিচ্ছে, আমরা সকাল থেকে চেষ্টা করছি কিন্তু কাজ হচ্ছে না, এ বিষয় এ্যাকশনে যাওয়ার কোন নির্দেশ উপর থেকে এখনো পাইনি, কারণ এখানে ছাত্ররা রয়েছে, তাই বুঝানোর চেষ্টা করছি।
এদিকে এ ঘটনায় ঢাকা আরিচা মহা সড়কে যানচলাচল বন্ধ রয়েছে ভোগান্তিতে পরেছে সাধারণ যাত্রীরা।