ফেইসবুকের তথ্য অপব্যবহারের তদন্ত ‘বিস্তৃত হচ্ছে’

বাংলাভূমি ডেস্ক:
রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা কর্তৃক ফেইসবুক ইনকর্পোরেটেডের তথ্য অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান তদন্ত আরও বিস্তৃত হচ্ছে।

তদন্ত ঘনিষ্ঠ কয়েকজনের উদ্ধৃতি দিয়ে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কেমব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ফেইসবুক যেসব ব্যবস্থা গ্রহণ করেছে এবং যে বিবৃতিগুলো দিয়েছে সেগুলোও তদন্তের আওতায় নেওয়া হয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনসহ তিনটি সংস্থা এ তদন্তের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে তথ্য শেয়ারিং সম্পর্কে ফেইসবুক যেসব বিবৃতি দিয়েছে বিস্তৃত তদন্তে সেগুলোতেই জোর দেওয়া হচ্ছে। এসব বিবৃতি অন্তর্নিহিত তথ্যের সঙ্গে খাপ খায় কি না এবং বিষয়টি সম্পর্কে ফেইসবুক যথাসময়ে পর্যাপ্ত পূর্ণ তথ্য প্রকাশ করেছে ও বিনিয়োগকারীদের তথ্য দিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ফেইসবুকের এক প্রতিনিধি রয়টার্সকে বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা আনুষ্ঠানিক সাক্ষ্য, প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি এবং চলমান তদন্তে আমাদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার জানিয়েছি।”

ফেইসবুক প্রায় আট কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে শেয়ার করেছিল, যা পরে নিজেদের ব্যবসার কাজে লাগায় যুক্তরাজ্যভিত্তিক ওই রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার পর বেশ কয়েকটি দেশের নিয়ন্ত্রণকারী সংস্থা ও কর্তৃপক্ষ ফেইসবুকের ওপর নজরদারি বৃদ্ধি করেছে।

সৌজন্যে: বিডি নিউজ

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫