প্রেসবিজ্ঞপ্তি ॥
আজ দুপুর ১২টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাছ বাঁচাও, গাজীপুর বাঁচাও! স্লোগানে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, গাজীপুর জেলা শাখা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, গাজীপুর এখন শিল্পনগরীতে পরিণত হয়েছে। কল-কারকাখানার বর্জ্যপদার্থ, ধোয়া ইত্যাদির দ্বারা এমনিতেই পরিবেশ দূষিত হচ্ছে। দিনের পরদিন পরিবেেেশর ভারসাম্য নষ্ট হচ্ছে, যে পরিমান বনাঞ্চল এদেশে থাকা প্রয়োজন তা বর্তমানে নেই, তার উপর সম্প্রতি উন্নয়ের নামে বেসরকারি সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সঞ্চালন পাইপ লাইন নির্মাণের জন্য শ্রীপুর-জয়দেবপুর পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চলের ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা।
বক্তারা আরো জানান, কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাটপাড়ায় সংরক্ষিত বনভুমির ২.৩৪ একর জায়গায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ১ হাজার ৫৪৬টি গাছ (১৪০০টি আকাশমনি গাছ, ১০০টি মুলিবাঁশ, ৩০টি বরাকবাঁশ, ৭টি কাঠাল গাছ, ৪টি গামারি গাছ, ২টি করে আম ও জামগাছ এবং ১টি তালগাছ রয়েছে) কাটার অনুমোদন দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। অথচ ২০১৬ সাল এই মন্ত্রীসভাই সিদ্ধান্ত নিয়েছিল ২০২২ সালের আগে কোন গাছ কাটা যাবে না। মন্ত্রীসভার এহেন হঠকারি সিদ্ধান্তের প্রতি তীব্রনিন্দা ও অবিলম্বে গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। এই অবাধ বৃক্ষ নিধনের ফলে পরিবেশের প্রভাব ও বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রলয় কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. আব্দুল কাইয়ুম, সংগঠনের সভাপতি রাহাত আহমদ শুভ্র, সহ-সভাপতি তাপস চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, শিশু কিশোর মেলা গাজীপুর জেলাশাখার সভাপতি মাধব চন্দ্র মন্ডল প্রমুখ। সমাবেশ ও মানববন্ধনটি সঞ্চালনা করেন শিশু কিশোর মেলা, গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি হারুন -অর -রশিদ।
পরিবেশ রক্ষার এই আন্দোলন থেকে পরবর্তীতে বেলা ১২.৪৫ মিনিটে সংগঠনটি পরিবেশ রক্ষার দাবি আদায়ের লক্ষ্যে , গাছের প্রয়োজনীয়তা ও গাছ নিধনের ক্ষতিকারক দিক উল্লেখ করে ১০ সদস্যের দল নিয়ে গাজীপুর জেলা প্রশাসক মহোদয় বরাবর স্মারকলিপি পেশ করে এবং সমাবেশ সমাপ্তি ঘোষণা করে।