কালিয়াকৈর ব্যুরো ॥
দীর্ঘ ১৫ মাস পর গাজীপুরের কালিয়াকৈরে রহিম হাসান হত্যাকান্ডে জরিত থাকার সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন(পিবিআই)। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার আটাবহ ইউনিয়নের জাঙ্গালিয়াপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার জাঙ্গালিয়াপাড়া গ্রামের মোঃ আইন উদ্দিন সরকারের পুত্র মোঃ আব্দুল মান্নান, আমছের আলীর পুত্র মোঃ শামীম হোসেন, মোঃ গহর আলীর পুত্র মোঃ আব্দুর রফিক ও মোঃ আব্দুল বাছেদ শিকদারের পুত্র মোঃ মামুন শিকদার ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আটাবহ ইউনিয়নের জাঙ্গালিয়াপাড়া গ্রামের মোঃ সেলিম মুন্সীর পুত্র মোঃ রহিম হাসান ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সকালে ওয়াজ মাহফিলের টাকা উত্তোলনের কথা বলে বাড়ি থেকে বাহির হয়ে যায়। রাতে বাড়িতে না আসাই পরিবারের লোকজন তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। মোবাইল ফোন বন্ধ পাওয়ায় আত্মীয় স্বজনদের বাড়িতে খোজ নেওয়া হয়। এতেও কোন সন্ধান পাওয়া না গেলে নিখোজের পরের দিন রহিমের ছোট ভাই মোঃ সামিউল আলম কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৪৪৪,তারিখ-১১-০২-২০১৭) করেন। থানায় সাধারণ ডায়েরী করার বার দিন পর জাঙ্গালিয়াপাড়া গ্রামের একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে হাত পা বাধা অবস্থায় রহিমের অর্ধগলিত লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুুলিশ। পরে নিহতের ছোট ভাই মো. সামিউল আলম বাদী হয়ে তিন জনকে আসামী করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৮২,তারিখ-২৪-০২-২০১৭,ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড)। তদন্তের অগ্রগতির জন্য মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন (পিবিআই) এর কাছে হস্থান্তর করা হয়। বর্তমানে মামলাটি গাজীপুর পিআইবি তদন্ত করছে।
গাজীপুরের পিআইবি ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য তাদেরকে আনা হয়েছে। তদন্ত বা জিঞ্জাসাবাদের পর ঘটনার সাথে জরিত থাকার প্রমান পাওয়া গেলে আদালতে প্রেরন করা হবে।