বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আমরা ৯ বছরের মধ্যে দেশকে যে অবস্থানে নিয়ে গিয়েছি, এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর আর কোনো দেশ সেটা পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমরা বাংলাদেশ শুধু এটা করেছি।
বুধবার (৩০ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরস এর দ্বিতীয় সভায় এসব কথা কলেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী বলেন আমরা স্যাটেলাইটে আকাশেও গেছি। আমরা সাগরের নিচেও গেছি। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এত অল্প সময়ের মধ্যে। আমাদের কত বাঁধা, অগ্নি সন্ত্রাস মোকাবেলা করতে হয়েছে।
পিপিপির নানা সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পত্রিকায় কে কি লিখলো তা নিয়ে মন খারাপ না করে সরকারের দায়িত্ব হবে দেশের উন্নয়নে কাজ করে যাওয়া। পত্রিকা থেকে সংবাদ সংগ্রহ করা হয় তাদের কথায় দেশ পরিচালিত হয় না।
তিনি আরো বলেন, গণমাধ্যমের কাজ গণমাধ্যম করবে সরকারের কাজও যথাযথভাবে করে যেতে হবে। সভায় দুটি আন্তর্জাতিক ফোরাম থেকে পিপিপি কর্তৃপক্ষের পাওয়া দুটি পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি