কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জের নাগরী ইউনিয়নের লুদুরিয়া গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে মাথা ফটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী অতুল কস্তা ও খোকা কস্তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে গৃহবধূ পল্লবী গমেজের স্বামী পিন্টু গমেজ বাদি হয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের লুদুরিয়া গ্রামের মৃত রমন কস্তার দুই ছেলে খোকা কস্তা ও অতুল কস্তা এবং একই গ্রামের কমল গমেজের ছেলে ক্রিস গমেজের সাথে দীর্ঘদিন যাবৎ শত্রুতা করে আসছিল। গতকাল মঙ্গলবার দুপুরে পল্লবী গমেজ প্রতিবেশী লিউজ কস্তার বাড়িতে যাওয়ার পথে খোকা কস্তা, অতুল কস্তা, ক্রিস গমেজ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সন্ত্রাসীরা আক্রমণ চালায়। তার চিৎকারে স্বামী পিন্টু গমেজ এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। এদিকে পল্লবীকে লঠিদিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম ও বিবস্ত্র করে হাত ও পা ভেঙ্গে দেয়। এলাকাবাসী পিন্টু গমেজ ও পল্লবী গমেজকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে যায়। পল্লবীর অবস্থা অবনতি দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় এলাকাবাসী খোকা কস্তা ও অতুল কস্তাকে ধরে পুলিশে সোপর্দ করে।