বাংলাভূমি ডেস্ক ॥
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তামাক বছরে সারা বিশ্বে ৭০ লাখ মানুষকে হত্যা করে এবং এতে ১.৪ ট্রিলিয়ন ডলার অপচয় হয়। স্বাস্থ্য ছাড়াও তামাক উন্নয়নেও বড় বাঁধা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের সর্বত্রই গরীব মানুষকে টার্গেট করেই তামাক ব্যবসায়ীরা বাজার কৌশল নির্ধারন করে। এবং তামাকের পিছনে খরচ করতে যেয়ে এসব মানুষ তাদের মৌলিক অধিকার পূরণে পিছিয়ে পড়ছে।
হু’এর হেড অব দি কনভেনশন সেক্রেটারিয়েট ড. ভেরা লুইজা ডা কোস্টা ই সিলভা বলেন, নি¤œ ও মধ্য আয়ের দেশেই তামাক শিল্পের প্রসার ঘটছে সবচেয়ে বেশি। তামাকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। তামাকে অপচয় ১.২ ট্রিলিয়ন ডলার বিশ্বের জিডিপির ২ ভাগ। এছাড়া তামাক চাষে মাটি ও পরিবেশ দূষণ ছাড়াও বিশ্বে ৫ ভাগ বন ধংসের ঘটনাসহ তামাকজনিত রোগ ও এক্ষেত্রে চিকিৎসা ব্যয় বা অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরো বেশি।
জাতিসংঘের এ্যাসিসটেন্ট সেক্রেটারি-জেনারেল ম্যাগদি মার্টিনেজ- সোলিমান বলেন, কার্যকর তামাক নিয়ন্ত্রণ করা গেলে জীবনহানি রোধ ছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ রক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।