স্টাফ রিপোর্টার ॥
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশীকে যাবজ্জীবন দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
আপিলে ঐশীর মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। আপিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন।
এর আগে এ মামলায় ঐশীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। তবে আবেদন করলে হাইকোর্ট সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।