স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পাশ্ববর্তী দেশ ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্কের উন্নয়ন হলে বিএনপির বুক কাঁপে। ভারতের সাথে কোনো বৈঠক হলেই তারা ভয়ে থাকে। তারা বিভিন্ন কৌশলে ভোট থেকে পালানোর চেষ্টা করছে।
সোমবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ লিটারেচার (ডি-লিট ডিগ্রি) প্রদান করায় শেখ হাসিনাকে অভিনন্দন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন আর বাংলাদেশ ন্যাশনাল পার্টিতে নেই। তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা কোনো দিন সঠিক পন্থায় ক্ষমতায় আসতে পারেনি। এবারও বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করছে। বিএনপি ভোট থেকে পালানোর চেষ্টা করছে। এদেশের জনগণ এটা হতে দেবে না।