বিনোদন ডেস্ক ॥
পোশাক, মেকআপ, স্ট্যাইল, চেহারা এসব কারণে প্রায় সময় সমালোচনার মুখে পড়তে হয় তারকাদের। কিন্তু এবার কোনো কিছু না করেই বিতর্কের মুখে পড়তে হলো বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে।
আইপিএল-এ স্টুয়ার্ট বিনির পারফরম্যান্স দেখে হতাশ ববি দেওল নামে এক ব্যক্তি টুইটারে লিখেছেন, “কেকেআর-এর স্টুয়ার্ট বিনি যেনো অভিষেক বচ্চনের রেপ্লিকা! দু’জনেই অপদার্থ, দু’জনেরই স্ত্রী সুন্দরী, দু’জনেই কাজ পান শুধু বাবার তারকাখ্যাতির জোরে! তারা এসব পাওয়ার যোগ্যতা রাখেন না।”
ঠাণ্ডা মাথায় এই টুইটের জবাব দিয়ে অভিষেক বচ্চন লিখেছেন, “আমি যে পরিস্থিতিতে রয়েছি, আপনি সেখানে আসুন। এসে আমার জুতো পায়ে দিয়ে একটু হেঁটে দেখান। যদি ১০ কদমও হাঁটতে পারেন, আপনার বক্তব্য মেনে নেবো। কিন্তু আপনার টুইটের ধরনই বলছে- আপনি তা করে উঠতে পারবেন না!”
এই ঘটনার পর ক্ষমা চেয়ে ওই ব্যক্তি লিখেছেন, তিনি শুধু মজা করে কথাগুলো লিখেছিলেন। কিন্তু তিনি অভিষেকের ভক্ত। এমনকি, ‘তেরা জাদু চাল গায়া’র মতো অভিষেকের ফ্লপ ছবিও তিনি সিনেমা হলে গিয়ে দেখেছেন!